ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

পণ্যবাহী যানবাহনে যাত্রী নিলেই ব্যবস্থা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৫ ২২:৪০:৫৩
পণ্যবাহী যানবাহনে যাত্রী নিলেই ব্যবস্থা

রোববার বিআরটিএয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাে. লােকমান হােসেন মােল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন রােধকল্পে স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে যােগাযােগ করে প্রয়ােজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিআরটিএয়ের সব সার্কেলের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এ লক্ষ্যে এক বিজ্ঞপ্তিও জারি করেছে বিআরটিএ সদর দফতর।

বিআরটিএ এর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাে. লােকমান হােসেন মােল্লা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে পণ্যবাহী মোটরযানে যাত্রী হয়ে উঠবেন না। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বেঁচে থাকার লক্ষ্যে সরকার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গণপরিবহন চলাচলে এবং পণ্যবাহী মোটরযানে যাত্রী পরিবহনে ইতোমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, পণ্যবাহী মোটরযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহন করা হচ্ছে যা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। এমতাবস্থায় পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন রােধকল্পে প্রয়ােজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে সব সার্কেলের সহকারী পরিচালকদের (ইঞ্জিঃ) নির্দেশনা দেয়া হয়েছে। সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে