ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

কোয়ারেনটাইনের জন্য নিজের অফিস দিয়ে দিলেন বলিউড বাদশা শাহরুখ খান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৪ ২১:৪৮:৫৮
কোয়ারেনটাইনের জন্য নিজের অফিস দিয়ে দিলেন বলিউড বাদশা শাহরুখ খান

আজ শনিবার সকালে গ্রেটার মুম্বাই পৌরসভার পক্ষ থেকে একটি টুইট করা হয়। সেখানে শাহরুখ ও তার স্ত্রীকে এই চরম দুঃসময়ে মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে লেখা হয়, শাহরুখ এবং গৌরী তাদের ব্যক্তিগত চার তলা অফিসটি কোয়ারেনটাইন সেন্টার হিসেবে দান করার মতো পদক্ষেপ নিয়েছেন।

এদিকে অক্ষয়-আয়ুষ্মানসহ বলিউডের তারকারা করোনা মোকাবিলায় অর্থদান করলেও শাহরুখ কেন কিছু করছেন না, এ নিয়ে কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য দেখা গেছে।

এসব সমালোচনাকে আমলে না নিয়ে শুক্রবার শাহরুখ কোন কোন জায়গায় কী কী দান করেছে তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্ট তা জানান তিনি।

জানা যায়, ভারতের প্রধানমন্ত্রীর ফান্ডে কলকাতা নাইট রাইডার্স, আইপিএল ফ্যাঞ্চাইজির মালিক গৌরী খান আর শাহরুখ খান, জুহি চাওলা মেটা, জয় বিশাল অংকের অর্থ দান করবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে