ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

করোনা আতঙ্কের মধ্যেই বিয়ের তারিখ ঠিক করলেন রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৪ ১৮:২৯:২৭
করোনা আতঙ্কের মধ্যেই বিয়ের তারিখ ঠিক করলেন রণবীর-আলিয়া

ভারতীয় গণমাধ্যম বলছে, চলতি বছরের ডিসেম্বরেই রণবীর-আলিয়ার চার হাত এক করার পরিকল্পনা করছেন দুই পরিবারের সদস্যরা। চারদিন ধরে হবে বিয়ের অনুষ্ঠান। ২১ ডিসেম্বর থেকেই নাকি রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু হবে।

মুম্বাইয়ের ব্যান্দ্রা এবং জুহুতেই দুই তারকার বিয়ের আসর বসবে। আপাতত ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা দুই পরিবার ভাবছে না। যদিও রণবীর কিংবা আলিয়া এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি এ নিয়ে।

প্রসঙ্গত, ডিসেম্বরে রণবীর-আলিয়ার বিয়ের দিন-তারিখ স্থির করা হলেও, ওই মাসেই মুক্তি পাবে তাদের প্রথম একসঙ্গে অভিনয় করা সিনেমা 'ব্রক্ষ্মাস্ত্র'। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই সিনেমা নিয়ে দুই তারকাই বেশ উত্তেজিত।

এই সিনেমায় রণবীর, আলিয়ার সঙ্গে রয়েছেন অমিতাভ বচ্চন, ডিম্পল কপাডিয়া, নাগার্জুনা এবং মৌনী রায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে