ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

দেশে করোনায় নতুন আক্রান্ত ৯, আরও ২ জনের মৃত্যু

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৪ ১৪:৫৫:৩১
দেশে করোনায় নতুন আক্রান্ত ৯, আরও ২ জনের মৃত্যু

এ নিয়ে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জন। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা ৭০ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছেন ৩০ জন। গত ২৪ ঘণ্টায় ৫৫৩টি নমুনা সংগ্রহ করা হয় ও মোট ৪৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।

সংবাদ সম্মেলেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, মৃত ২ জনের মধ্যে এক জনের বয়স ৯০ বছর এবং অপর জনের ৬৮ বছর। একজনের স্ট্রোক এবং আরেক জনের হৃদরোগে ভুগছিলেন।

নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে দুই জন শিশু। এছাড়া বাকিদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যেও দুই জন ও ৬০ থেকে ৭০ বছর বয়েসের মধ্যে আরও ২ জন রয়েছেন। এছাড়া আরও একজনের বয়স ৯০ বছর বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সুত্রঃ সারাবাংলা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে