ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

করোনায় মারা যাওয়া নারীকে গোসল : ২৫ জন হোম কোয়ারেন্টাইনে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৪ ১২:৫৬:১৩
করোনায় মারা যাওয়া নারীকে গোসল : ২৫ জন হোম কোয়ারেন্টাইনে

শুক্রবার রাতে ওই বাড়ির ভাড়াটিয়া ও বাড়িওয়ালাসহ ৯টি পরিবারের ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

সেদিন রাত সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে এ নির্দেশ দেয়া হয়।

জানা যায়, করোনায় মৃত এক নারীর গোসল করিয়েছিলেন ওই বাড়িওয়ালা নারী। এ কারণে তিনি ও তার সংস্পর্শে আসা ২৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়।

নাসিকের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন জানান, ‘এলাকাবাসীর সূত্রে জানতে পেরে আমরা পরিবারগুলোর সাথে কথা বলে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছি। পরবর্তীতে সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, ‘এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ায় আমরা আপাতত সেখানে গিয়ে ৯টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছি। পরবর্তীতে এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে