ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

বিদেশি কর্মীদের খাদ্য সহায়তা দেবে মালয়েশিয়া

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৪ ০০:৩৯:০০
বিদেশি কর্মীদের খাদ্য সহায়তা দেবে মালয়েশিয়া

মন্ত্রী বলেন, আমরা খবর পেয়েছি বাংলাদেশের শ্রমিকদের খাবার নেই, আমাদের সরকার একজন দায়িত্বশীল সরকার, আমরা দেশে যে কাউকে সাহায্য করব। শরণার্থীদের ক্ষেত্রেও এটি একই রকম। চিকিৎসা একই। আমরা বিদেশিদের ক্ষুধার্ত থাকতে দেব না।

শুক্রবার পুত্রাজায়ায় মন্ত্রিপরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসমাইল সাবরি আরও বলেন, এ ক্ষেত্রে দূতাবাসদেরও দায়িত্ব নিতে হবে যাতে তাদের জনগণ সহায়তা পেতে পারে। তাদের জনগণ যেসব জেলায় থাকেন, তাদের অবশ্যই জেলা পর্যায়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে রিপোর্ট করতে হবে। যারা কুয়ালালামপুরে থাকেন, তারা কুয়ালালামপুর সিটি হলের অধীনে ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারে যোগাযোগ করতে পারেন।

এদিকে যে সকল প্রবাসী বাংলাদেশি নাগরিক খাদ্য সংকটে রয়েছেন তাদের নিচের লিংকে প্রদত্ত ফরম পূরণ করে হাইকমিশনে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। লিঙ্ক corona.bdhckl.gov.bd।

ফরম পূরণ করতে অসুবিধা হলে হাইকমিশনের উল্লিখিত +৬০১২২৯০৩২৫২, +৬০১২২৯৪১৬১৭, +৬০১৩৬৩৩০১০৩, +৬০১১২৬৯৯১১৫০, +৬০১৭৬২৩২১৮৩, +৬০১৬৭৯০৭৪৩৪, +৬০১২৪৩১৩১৫০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

মিশনের সংশ্লিষ্টরা বলছেন, কাউকে অভুক্ত অবস্থায় থাকতে দেয়া হবে না। এ মুহূর্তে চলাচল দুরূহ হলেও প্রবাসীদের খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে