ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

করোনাভাইরাস: অবশেষে ইতালিতে আশার আলো

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৩ ১২:২৭:৪৩
করোনাভাইরাস: অবশেষে ইতালিতে আশার আলো

এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই আশার আলো দেখছে ইতালি। কারণ, বুধবারের তুলনায় বৃহস্পতিবার দেশটিতে নতুন রোগী শনাক্তের হার কিছুটা কমেছে। এদিন সেখানে নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৬৮ জন। এ নিয়ে ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ২৪২ জন। বেড়েছে সুস্থ রোগীর সংখ্যাও।

বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনামুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ১৮ হাজার ২৭৮ জন। বিশেষজ্ঞদের ধারণা, ইতালি খুব শিগগিরই করোনা সংক্রমণের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে। এরপর থেকেই সেখানে মহামারির প্রকোপ কমতে থাকবে।

ইতালিতে করোনা সংক্রমণের কেন্দ্রস্থল এখনো লোম্বার্দি। বৃহস্পতিবারও সেখানে অন্তত ১ হাজার ৩০০ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এদের অর্ধেকের বেশি রোগীকেই বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

সূত্র : ব্রেকিংনিউজ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে