ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

করনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, সেই বাড়িতে দেওয়া হল যে নির্দেশ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০২ ১৫:২৪:২৮
করনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, সেই বাড়িতে দেওয়া হল যে নির্দেশ

জানা যায়, গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার দালাল বাজার ইউপির ৫ নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধ জ্বর, শ্বাসকষ্ট, সর্দি ও ডায়রিয়া নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। পরে রাতে হাসপাতালে তিনি মারা যান। বৃহস্পতিবার সকালে নিহতের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগেও তিনি অসুস্থ ছিলেন।

তার বাড়িতে দুই জন ইতালিফেরত প্রবাসী ছিলেন। তারা এখনো বাড়িতে অবস্থান করছেন। ওই বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে পুলিশ ওই বাড়ি লকডাউন করে দিয়েছে। ওই বাড়িতে ১৫টি পরিবার থাকে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সবগুলো পরিবার লকডাউনে থাকবে।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে ওই বৃদ্ধ মারা গেছেন। এমন সন্দেহে স্বাস্থ্যবিভাগের সমন্বয়ে তাদের বাড়ি লকডাউন করা হয়েছ। তারা কেউ বাড়ি থেকে বের হতে পারবেন না। তাদের বাড়িতে কেউ যেতেও পারবে না। তাদের জরুরি কোনো কিছুর প্রয়োজন হলে তারা পুলিশকে ফোন করবে। পুলিশ তাদেরকে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেবেন।’

এ বিষয়ে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার বলেন, ‘মারা যাওয়া বৃদ্ধের জ্বর, সর্দি ও ডায়রিয়া ছিল। তবে করোনা ছিল কি না তা বলা যাচ্ছে না। খবর পেয়ে ওই বাড়িটি লকডাউন করা হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে