ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

রোহিঙ্গা শিবিরে একজন করোনায় আক্রান্ত

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০১ ১৭:২৪:১১
রোহিঙ্গা শিবিরে একজন করোনায় আক্রান্ত

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোর দেখভালের দায়িত্বে থাকা জাতিসংঘের ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি) বুধবার (১ এপ্রিল) একা বার্তায় জানিয়েছে, গত ২৪ মার্চ রোহিঙ্গা শিবিরের একজন করোনায় আক্রান্ত হন। তাকে উন্নত চিকিৎসা দিতে ঢাকায় পাঠানো হয়েছে।

বার্তায় আরও জানান হয়, করোনা প্রতিরোধে রোহিঙ্গা শিবিরগুলোতে গত ২৫ মার্চ থেকে প্রয়োজন ছাড়া কাউকে ভেতরে ঢুকতে বা ভেতর থেকে কাউকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। চলাচল সীমিত করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় জনসাধারণ ও শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আইসোলেশন কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

পুরো কক্সবাজার জেলার জন্য অগ্রাধিকার ভিত্তিতে ১৭০০ শয্যার আইসোলেশন কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে জানিয়ে বার্তায় বলা হয়, কোভিড-১৯ প্রতিরোধে এ জেলার মূল চ্যালেঞ্জ হচ্ছে টেস্ট করার পর্যাপ্ত ব্যবস্থা নেই এবং প্রয়োজনীয় সংখ্যক আইসিইউ (ইসটেনসিভ কেয়ার ইউনিট) এর অভাব রয়েছে। তবে সুখবর হচ্ছে যে, গত ৩১ মার্চ থেকে আইইডিসিআর এর মাঠপর্যায়ের পরীক্ষাগার কক্সবাজারে টেস্ট শুরু করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। সুত্রঃ সারাবাংলা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে