ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

‘কোভিড-১৯ উপসর্গ নিয়ে মৃতদের নমুনা টেস্টে করোনা পাওয়া যায়নি’

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ৩১ ১৯:০৮:৪৩
‘কোভিড-১৯ উপসর্গ নিয়ে মৃতদের নমুনা টেস্টে করোনা পাওয়া যায়নি’

মঙ্গলবার (৩১ মার্চ) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের পরিচালনায় নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, ‘নিশ্চিত করোনাভাইরাস আক্রান্ত বা করোনা আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘণ্টায় আইসোলেশন রাখা হয়েছে ১৩ জনকে। বর্তমানে মোট ৭৫ জন আইসোলেশনে আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩৮ জন।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আরও ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ১ হাজার ৬০২ জনের নমুনা পরীক্ষা করা হলো। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর করোনা সংক্রান্ত ২ হাজার ৫০টি কল রিসিভ করেছে।’

তিনি আরও বলেন, ‘দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ৫১ জন এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বাংলাদেশে। গত ২৪ ঘণ্টায় আরও ছয় জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। তাদের একজনের বয়স ৭০ বছর। নতুন করে সুস্থ হওয়াদের মধ্যে একজন নার্সও রয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ২৫ জন করোনামুক্ত হয়েছেন।’

নতুন দুজন আক্রান্তের বিষয়ে অধ্যাপক ফ্লোরা বলেন, ‘তারা দুজনেই পুরুষ। একজনের বয়স ৫৭ বছর। তিনি সম্প্রতি সৌদি আরব থেকে ফিরেছেন। তার ডায়াবেটিস রয়েছে। আক্রান্ত অপরজনের বয়স ৫৫ বছর। তার কোনো সাম্প্রতিক ভ্রমণ ইতিহাস নেই।’সুত্রঃ সারাবাংলা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে