ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

লকডাউন পুরো দেশ, অন্তঃসত্ত্বাকে ৭ কি:মি: কাঁধে বয়ে নিলেন স্বাস্থ্যকর্মীরা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ৩০ ২২:২১:৪২
লকডাউন পুরো দেশ, অন্তঃসত্ত্বাকে ৭ কি:মি: কাঁধে বয়ে নিলেন স্বাস্থ্যকর্মীরা

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার হঠাৎই ওই নারীর প্রসব বেদনা ওঠে। প্রসব বেদনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় স্বাস্থ্য ও অঙ্গনওয়াড়ির কর্মীরা। কিন্তু তাকে সেখান থেকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি নেই।

শেষ পর্যন্ত স্বাস্থ্য ও অঙ্গনওয়াড়ি কর্মীরা ঠিক করেন একটি বড় বাঁশে দোলা বেঁধে স্ট্রেচার বানিয়ে তাকে বসিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হবে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও গ্রাম থেকে সাত কিলোমিটার দূরে ভদ্রদ্রি কোথাগুডেমের মুলাকালাপল্লিতে।

গতকাল রবিবার সংবাদ সংস্থা এএনআই টুইটারে দু’টি ছবি পোস্ট করে জানিয়েছে। একটি ছবিতে দেখা গেছে যে ওই নারীকে স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হচ্ছে। আর অন্য ছবিটিতে দেখা যাচ্ছে, ওই মহিলা এক শিশুকে নিয়ে শুয়ে রয়েছেন। মহিলার পুত্র সন্তান হয়েছে বলে জানিয়েছে এএনআই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে