ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

প্রিন্স চার্লসকে প্রধানমন্ত্রীর চিঠি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ২৯ ২৩:১০:২৪
প্রিন্স চার্লসকে প্রধানমন্ত্রীর চিঠি

চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রিন্স অব ওয়েলস বাংলাদেশের একজন গভীর বন্ধু। চিঠিতে প্রিন্স চার্লসের গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রিন্স চার্লসের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নেতৃত্বের কথাও তুলে ধরা হয় চিঠিতে।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব সারওয়ার-ই-আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে প্রধানমন্ত্রী জানান, পানি ও জলবায়ুর বৈশ্বিক সংকট মোকাবিলায় প্রিন্স চার্লসের প্রচারণা ও পরামর্শের জন্য তার দ্রুত আরোগ্যের জন্য অপেক্ষা করছি।

চিঠিতে কোভিড-১৯ এ আক্রান্ত প্রিন্স চার্লসের দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী আরও লিখেন, 'যুক্তরাজ্যের নাগরিকদের শান্তি, প্রগতি ও সমৃদ্ধির জন্য আপনার দ্রুত সুস্থ হওয়া প্রয়োজন।'

উল্লেখ্য, এর আগে ২৫ মার্চ প্রিন্স চার্লস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে রাজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়। রাজ পরিবারের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, সরকার ও চিকিৎসকদের পরামর্শমত প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়েল তাদের স্কটল্যান্ডের বাড়িতে সেলফ আইসোলেশনে রয়েছেন।সুত্রঃ সারাবাংলা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে