ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

দান করে ছবি তুলে ফেসবুকে দেওয়ার অর্থ কী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ২৯ ১৭:৫৩:৫৩
দান করে ছবি তুলে ফেসবুকে দেওয়ার অর্থ কী

দান করে ছবি তুলে ফেসবুকে দেওয়ার অর্থ কী? এ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা অমিত হাসান। ফিল্ম ক্লাবের সভাপতি অমিত হাসানকে সহযোগিতা করতে দেখা যায়নি। এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

তিনি বলেন, ‘দান করে ছবি তুলে ফেসবুকে দেওয়ার অর্থ কী? আমি তা বুঝি না। হাদিসেই আছে, কেউ এক হাতে দান করলে যেন তার অন্য হাত না জানে। আমি এই কথাটি মনেপ্রাণে মেনে চলি। তবে যারা সহযোগিতা করছেন অসহায় মানুষকে আমি তাদের সবাইকে সাদুবাদ জানাই।’

তিনি আরো বলেন, ‘আমি আপাতত আমার ফ্যামিলির সঙ্গে বাসায় আছি। তবে আমি আমার এলাকায় বিভিন্ন মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আর ফিল্ম ক্লাবের সবাই এখন বাসায় আছেন। তাই একত্রিত হয়ে কিছু করা হচ্ছে না। তবে অনেকেই নিজেদের জায়গা থেকে কাজ করে যাচ্ছেন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে