ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

প্রাণঘাতী করোনাঃ ২০ রক্ষিতা নিয়ে আইসোলেশনে থাই রাজা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ২৯ ১৭:৫১:৫২
প্রাণঘাতী করোনাঃ ২০ রক্ষিতা নিয়ে আইসোলেশনে থাই রাজা

এর মধ্যে থাই রাজা মহা ভাজিরালংকর্ন জার্মানিতে এক বিলাসবহুল হোটেলে ‘সেলফ আইসোলেশনে’ অবস্থান করছেন। সঙ্গে রয়েছেন ২০ জন ‘হারেম’ (উপপত্নী)। যা নিয়ে থাইল্যান্ডজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা এ নিয়ে নান রকম কটু কথা বলছেন। খবর ডেইলি মেইলের।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ৬৭ বছর বয়সী থাই রাজার কর্মচারীদের সঙ্গে ২০ জন রক্ষিতা এবং অসংখ্য চাকরবাকর আছেন। তবে থাই রাজার সঙ্গে তার চার স্ত্রীর কেউ আছে কিনা তা জানা যায়নি। রাজার এমন কর্মকাণ্ডে বেজায় খেপেছেন থাইল্যান্ডের বাসিন্দারা।

দেশটির হাজার হাজার নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এর কড়া সমালোচনা করেছেন। ইতিমধ্যে দেশটির টুইটারে ‘#হোয়াই ডু উই নিড অ্যা কিং’ ট্রেন্ডের তালিকায় উঠেছে। যদিও থাইল্যান্ডে রাজার সমালোচনা করলে তাকে ১৫ বছরের জেল শাস্তি দেয়ার বিধান আছে।

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ