ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

করোনা ভাইরাসঃ ছুটি বাড়ানো নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ২৯ ১৫:২৩:৫৬
করোনা ভাইরাসঃ ছুটি বাড়ানো নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘৪ এপ্রিল আমাদের ছুটি শেষ হচ্ছে। আমরা পর্যবেক্ষণ করব, আপনারও করবেন, দেশবাসী ও মাননীয় প্রধানমন্ত্রীও করবেন। যদি কিনা এই ১০ দিনের মধ্যে আমাদের দেশের ও পৃথিবীর পরিস্থিতি মোটামুটি সহনশীল অবস্থায় আসে, ভালো আসে তখন এক ধরনের চিন্তা হবে। তখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে পরামর্শ দেব অবস্থা দেখে পদক্ষেপ নেওয়ার।’

তিনি আরও বলেন, ‘সেটা (করোনাভাইরাসের প্রাদুর্ভাব) ওই সময় শেষ হয়ে যেতে পারে বা উনি যদি বাড়াতে চান সেটা চিন্তা-ভাবনা করে পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত দেবেন।’

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আর কেউ করোনাভাইরাস সংক্রান্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ পর্যন্ত দেশে করোনা সংক্রমিত রোগী ৪৮ জনই। নতুন করে কারও মৃত্যুও হয়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে