ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

গৃহবন্দি ৫০০ অভাবী মানুষকে খাবার দেবে সাতক্ষীরা পুলিশ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ২৯ ১১:৫৫:০৮
গৃহবন্দি ৫০০ অভাবী মানুষকে খাবার দেবে সাতক্ষীরা পুলিশ

এমন পরিস্থিতিতে অসহায় এসব মানুষদের খাবার দেবেন বলে ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। শুরু করেছেন তালিকা প্রস্তুতের কাজও।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, করোনা মোকাবেলার জন্য মানুষদের ঘর থেকে বের হতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই পরিস্থিতিতে অভাবি মানুষরা বিপাকে পড়েছেন। তাদের ঘরে থাকা খাবার ফুরিয়ে আসছে। মানবিক দিক বিবেচনা করে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় অভাবি মানুষদের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, জেলার প্রকৃত ৫০০ অভাবি পরিবারের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করব। ইতোমধ্যে তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে। সত্যিকার অর্থে অভাবি কেউ যোগাযোগ করলে পুলিশ তার পাশে দাঁড়াবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে