ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

করোনা ভাইরাস: সারা বিশ্বে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে যত মানুষ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ২৯ ১০:৪৩:৪০
করোনা ভাইরাস: সারা বিশ্বে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে যত মানুষ

এছাড়া বর্তমানে আক্রান্ত অবস্থায় আছেন চার লাখ ৯০ হাজার ছয়শ ৭৮ জন। তার মধ্যে ২৫ হাজার দু’শ সাতজনের অবস্থা গুরুতর।

সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের দিক থেকে ইতালি এবং চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। সে দেশে এক লাখ ২৩ হাজার সাতশ ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার মধ্যে মারা গেছেন দুই হাজার দু’শ ২৭ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার দু’শ ৩১ জন। বর্তমানে দেশটিতে দুই হাজার ছয়শ ৬৬ জনের অবস্থা গুরুতর।

এদিকে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৩ জনে। সে দেমে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯২ হাজার চারশ ৭২ জন। তার মধ্যে ১২ হাজার তিনশ ৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরো তিন হাজার আটশ ৫৬ জন সঙ্কটাপন্ন অবস্থায় আছেন।

অন্যদিকে চীনে নতুন পাঁচজনের মৃত্যুর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার তিনশ জন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে