ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বগুড়ায় সর্দি-জ্বরে ব্যবসায়ীর মৃত্যু, পার্শ্ববর্তী ১৫ বাড়ি লকডাউন

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ২৮ ১৮:৪৪:৪৬
বগুড়ায় সর্দি-জ্বরে ব্যবসায়ীর মৃত্যু, পার্শ্ববর্তী ১৫ বাড়ি লকডাউন

গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ গ্রামের ভাড়া বাড়িতে তার মৃ’ত্যু হয়। স্ত্রী মাজেদা বেগম হাসপাতালে ফোন করে ও প্রতিবেশিদের ডেকে সহযোগিতা পাননি বলে জানা গেছে। ফলে বিনা চিকিৎসায় তার মৃ’ত্যু হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৩টার পর স্বাস্থ্য বিভাগ থেকে মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘরে মরদেহ রেখে স্ত্রী ও ৮ বছরের শিশু কন্যা বসে আছেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির জানান, স্বাস্থ্য বিভাগ থেকে লোকজন এসে নমুনা সংগ্রহ করেছেন। আশপাশে ১৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। বিধিমোতাবেক মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

মাজেদা বেগম জানান, স্বামী মাসুদ রানা গত ২৪ মার্চ মঙ্গলবার সুস্থ অবস্থায় বাড়িতে ফেরেন। পরদিন থেকে সর্দি, জ্বর ও কাশি শুরু হয়। স্থানীয় চিকিৎসকের কাছে ওষুধ এনে তাকে খাওয়ানো হয়েছে।

২৭ মার্চ শুক্রবার রাতে তার শ্বাসকষ্ট বেশি হয়। এ সময় তিনি প্রতিবেশীদের ডাকলে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে কেউ এগিয়ে আসেনি। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য বারবার ফোন করে সাড়া পাননি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে