ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

সৌদি আরবে প্রদেশ লকডাউন

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ২৬ ২২:৪৩:১৫
সৌদি আরবে প্রদেশ লকডাউন

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশনায় দেশটির ১৩ প্রদেশের এক প্রদেশ থেকে অন্য প্রদেশে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ১২ এপ্রিল পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

সরকারি আদেশে জানা যায় রিয়াদ, মক্কা ও মদীনা শহরে কারফিউর সময় এগিয়ে সন্ধ্যা ৭টার পরিবর্তে বিকেল ৩টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত করা হয়েছে। এ নির্দেশনা ২৬ মার্চ বৃহস্পতিবার থেকে কার্যকর করা হয়েছে।

এ ছাড়াও সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রশাসন উল্লেখিত শহরসমূহ ছাড়া অন্যান্য শহরে কারফিউর সময় বৃদ্ধি কিংবা পুরো ২৪ ঘণ্টা কারফিউ জারি করতে পারবে মর্মে উল্লেখ করেছে। তবে জরুরি সেবাসমূহ এই নির্দেশনার বাইরে থাকবে।

প্রসঙ্গত, সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০০ জন। এর মধ্যে মারা গেছেন দুইজন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৯ জন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে