ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

করোনার মধ্যেই বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে গেছেন ১২৬ ভুটানি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ২৬ ১৪:৫৬:৫৪
করোনার মধ্যেই বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে গেছেন ১২৬ ভুটানি

ঢাকায় ভুটানের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, মোট ১২৬ জন ভুটানের নাগরিকদের মধ্যে অধিকাংশই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। সকালে তারা দুটি ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

দূতাবাসের কর্মকর্তা জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা ফিরে গেছেন।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। এই সংক্রমণে ২১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। বাংলাদেশেও করোনাভাইরাস থাবা বসিয়েছে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। মারা গেছেন ৫ জন। সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। গণপরিবহনও আজ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে