ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

দারুণ সুখবর- করোনা প্রতিরোধী ওষুধ খাওয়ানো হবে ২২৫০ জন ডাক্তার-নার্সকে, প্রথমে আসছে যে দেশে

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ২৫ ১৯:০৫:৪৬
দারুণ সুখবর- করোনা প্রতিরোধী ওষুধ খাওয়ানো হবে ২২৫০ জন ডাক্তার-নার্সকে, প্রথমে আসছে যে দেশে

এদের মধ্যে অর্ধেককে ২০০এমজি হাইড্রোঅক্সিক্লোরোকুইন প্রতিদিন খাওয়ানো হবে। বাকিদের দেওয়া হবে প্লাসবো (স্যালাইন এবং সুগার নিয়ন্ত্রণের ওষুধ)।

এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস প্রতিরোধী যেসব ওষুধ ৭০ বছর ধরে বিশ্বজুড়ে ব্যবহার হচ্ছে, করোনাভাইরাস ঠেকাতে সেসবই কাজ করতে পারে।

অস্ট্রেলিয়ার ওয়াল্টার অ্যান্ড এলিজা হল ইন্সটিটিউটের প্রধান ডগ হিল্টন বলেন, ‘যদি আমরা সফল হই, তাহলে বিশ্ববাসীর সহায়তায় ভ্যাকসিন আবিষ্কারের পথ অনেকটাই মসৃণ হবে।’

তিনি আরো বলেন, ‘আপনি যদি নতুন রোগের সম্মুখীন হন বিশেষ করে করোনাভাইরাসের মতো, তাহলে চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের সহজ উপায় হলো- এমনসব ওষুধ ব্যবহার করে দেখা, যেগুলো এরই মধ্যে পরীক্ষিত এবং যেসবের পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’

এ সময় তিনি আরো বলেন, ‘সরকারিভাবে এখনো আমরা অনুমোদন পাইনি। তবে আমরা আশাবাদী যে, সরকারিভাবে এ ধরনের কাজের জন্য সমর্থন জানাতে হবে। সমর্থন পেলেই আমরা কাজ শুরু করবো।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে