ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

বিমানে করোনা রোগী, শুনেই জানালা দিয়ে ঝাঁপ দিলেন পাইলট

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ২৩ ১৪:২৯:১৫
বিমানে করোনা রোগী, শুনেই জানালা দিয়ে ঝাঁপ দিলেন পাইলট

করোনার ভয় এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে, ভারতের এয়ার এশিয়ার একটি বিমানে এই ঘটনাটি ঘটে। ২০ মার্চ পুনে থেকে দিল্লিগামী এয়ার এশিয়ার বিমান I5-732 তে ওই কাণ্ডটি ঘটে।

এয়ার এশিয়ার বিমানের এক যাত্রীর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ রয়েছে, জানার পরই ঘাবড়ে যান পাইলট। ভয় পেয়েছিলেন ওই বিমানে অন্য যাত্রীরা এবং বিমানের অন্যান্য কর্মীরাও। কিন্তু পাইলট যা করলেন তা একরকম নজিরবিহীন। বিমানটি অবতরণের পর তার সাধারণ দরজা দিয়ে না বেরিয়ে পাইলট-ইন-কমান্ড বেছে নিলেন ককপিটের ‘সেকেন্ড এক্সিট’ অর্থাৎ দ্বিতীয় দরজা। এই দরজা দিয়ে রীতিমতো বাইরে ঝাঁপ দিলেন তিনি।

জানা গেছে, করোনা লক্ষণ যুক্ত ওই যাত্রী বিমানের একেবারে প্রথম সারিতেই বসেছিলেন, আর তাঁকে নিয়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিমানে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ ওই বিমানের সব যাত্রীদের প্রাথমিক স্ক্রিনিং করে। যদিও তাতে সবারই করোনা নেগেটিভ ধরা পড়ে। খবর এনডিটিভি’র

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে