ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

করোনা ভাইরাসে মৃত সিলেটের সেই নারীর দাফন হল যেভাবে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ২২ ১৭:৩২:১৪
করোনা ভাইরাসে মৃত সিলেটের সেই নারীর দাফন হল যেভাবে

দুপুর সোয়া ১টার দিকে নগরীর মানিকপীর (র.) মাজারের গোরস্থানে তার দাফন কার্য সম্পাদন হয়েছে। প্রথমে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) তত্ত্বাবধানে ড্রেজার দিয়ে ওই গোরস্থানে কবর খোঁড়া হয়। দুপুর একটায় অ্যাম্বুলেন্স করে মরদেহ করবস্থানে নেওয়া হয় এবং দাফন করা হয়।

সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন বিষয়টি নিশ্চিত করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে তাকে কবর দেওয়া হয়েছে।’

এদিকে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সিসিকের তত্ত্বাবধানেই ওই নারীর দাফন করা হয়েছে। আমরা সব নিয়মাবলী মেনে এবং সর্বোচ্চ সতর্কতায় মৃত রোগীর দাফন কার্যক্রম সম্পন্ন করেছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে