ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় কোয়ারেন্টাইন না মানায় ৪ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ২২ ০১:২৫:৫৪
সাতক্ষীরায় কোয়ারেন্টাইন না মানায় ৪ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা

এ সময় করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ হয় এবং হোম কোয়ারেন্টাইন অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায়ের পাশাপাশি হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়।

তালা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে একটি বিয়ের আয়োজন বন্ধ করে দেন। দেশের বাহিরে থেকে আগত ৩ জনের বাসায় অভিযান চালান। সবাই কোয়ারেন্টাইনে আছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৩ জনকে ৪ হাজার টাকা জরিমানা করেন।

শ্যামনগর উপজেলায় বিদেশ ফেরত ১১০০ জনকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সকল কমিটি কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৫ জনকে মোট ৯৫০০০ টাকা জরিমানা করা হয়।

কলারোয়া উপজেলায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ২ টি অভিযোগ পরিচালিত হয়, সবাই হোম কোয়ারেন্টাইনে আছে মর্মে নিশ্চিত হয় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আজ সকালে সহকারী কমিশনার (ভূমি), কলারোয়া অভিযান চালিয়ে ৭৫০০ টাকা জরিমানা আদায় করে।

কালিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার গত রাতে রতনপুর ও কদমতলা বাজারে অভিযান চালিয়ে ৬০,০০০ টাকা জরিমানা আদায় করেন।আজ সকালে কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ৫০০০০ টাকা জরিমানা আদায় করেন। কালিগঞ্জে কেউ হোম কোয়ারেন্টাইন অমান্য করেনি।

আশাশুনি উপজেলায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে গত রাতে ৩ টি অভিযান পরিচালিত হয়, সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাওয়া যায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আজ সকালে অভিযান চালিয়ে ৫,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

দেবহাটা উপজেলায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মোট ৮ টি অভিযান পরিচালিত হয়, সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাওয়া যায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোঃ স্বজল মোল্লা, আজাহার আলী, ইন্দ্রজিৎ সাহা, জুবায়ের হোসেন সাতক্ষীরা বড়বাজার, ঝাউডাঙ্গা, কদমতলা, পাটকেলঘাটা, ১৮ মাইল, ভোমরা পোর্টে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে মোট ২,৪৪,০০০ টাকা জরিমানা আদায় করে।

সাতক্ষীরা জেলা ব্যাপী করোনা প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে, মসজিদে মসজিদে মাইকিং অব্যাহত রয়েছে । সকল অফিসার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে মানষিক ভাবে প্রস্তুত রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে