ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফল প্রত্যাখ্যান ও নতুন ভোটের দাবি বিএনপি প্রার্থীর

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ২১ ২১:০৬:০৪
ফল প্রত্যাখ্যান ও নতুন ভোটের দাবি বিএনপি প্রার্থীর

শনিবার (২১ মার্চ) ভোট গ্রহণ শেষে রাজধানীর বাংলামোটরে নিজের প্রধান নির্বাচনি কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

রবিউল আলম রবি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের আধিপত্য বিস্তার, দখল ও কেন্দ্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির কারণে মানুষ ভোট বিমুখ হয়েছে। যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারল না, সে নির্বাচন আমার দল বিএনপি এবং আমি বর্জন করছি। ফলাফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।’

‘নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। আপনি যদি এ নির্বাচনে বিজয়ী হন, তাহলে কী ফলাফল মেনে নেবেন?— এমন প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন, ‘যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারল না, সেখানে আমাকে বিজয়ী করা হবে একটা নাটক। জনগণ যেখানে ভোট দেওয়ার সুযোগ পায়নি, আমি সে ফলাফলও প্রত্যাখ্যান করব।’

নির্বাচনকে ঘিরে বিএনপি কোনো কর্মসূচিতে যাবে কী না?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি আন্দোলন-কর্মসূচির মধ্যেই রয়েছে। আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করছি। জনগণ যাতে কেন্দ্রে এসে ভোট দেয় সে বিষয়ে তাদের সচেতন করার চেষ্টা করছি।’

নির্বাচনে ৩৬টি কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত কেন্দ্রগুলো ঘুরেছি। কোনো কোনো কেন্দ্রে ১০ থেকে ১৩ ভোট কাস্টিং হতে দেখেছি। ভোটার উপস্থিতি ভয়ংকর রকমের খারাপ।’

‘কোনো কোনো কেন্দ্রের আশপাশে ৪ থেকে ৫শ’ লোক দেখেছি। তারা যদি ভোটার হতো তাহলে ভোট দিত। খোঁজ নিয়ে জেনেছি তাদের সবাই বহিরাগত। আওয়ামী লীগ প্রার্থী তাদের বাহির থেকে কেন্দ্র দখল করতে এনেছে’— বলেন রবিউল আলম রবি।

তিনি বলেন, ‘অনেক কেন্দ্রে পাঁচজন করে নৌকার এজেন্ট দেখেছি। কিন্তু ওই কেন্দ্রে কোনো ভোট পড়েনি। তাদের সবাইকে বাহির থেকে এনে এজেন্ট দেওয়া হয়েছে।’

জনগণের উদ্দেশে সংবাদ সম্মেলনে রবি বলেন, ‘আপনাদের ভোটাধিকার রক্ষায় বিএনপি আন্দোলন করছে। সে দলের প্রার্থী হিসেবে আমিও সংগ্রাম করছি। আপনারা বিএনপির সঙ্গে থাকুন।’ সুত্রঃ সারাবাংলা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে