ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘২ ঘণ্টায় ১টি ভোট, ভোটার নেই ১৩ কেন্দ্রে’

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ২১ ১৩:৪৪:০৮
‘২ ঘণ্টায় ১টি ভোট, ভোটার নেই ১৩ কেন্দ্রে’

শনিবার ১১ টার দিকে ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান শেখ রবিউল আলম। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, প্রথম দুই ঘণ্টায় আমি ১৩টি কেন্দ্র ঘুরেছি। ভোটারের উপস্থিতি নেই, যুবলীগ-ছাত্রলীগ কেন্দ্র দখল করে আছে।

রবিউল আলম বলেন, এই কেন্দ্রে দেখলাম একটি ভোট পড়েছে। অথচ আওয়ামী লীগের অনন্ত ২৫ জনকে ভেতরে দেখলাম। এজেন্ট হতে হলে ভোটার হতে হয়। এখন পর্যন্ত যা দেখলাম এই কেন্দ্রে একটি ভোট পড়েছে, তাহলে কি এজেন্টরাও ভোটার না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাভাইরাস নয়, ভোটের অব্যবস্থাপনার জন্য ভোটার কেন্দ্রে আসছেন না। ভোট ব্যবস্থা নিয়ে মানুষ আতঙ্কে আছে। গত নির্বাচনে সাত শতাংশ ভোট পড়েছে, দেখানো হয়েছে ২৫ শতাংশ। এবার ০.১ ভাগও কাউন্ট করা যাবে না। সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে