ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

‘পৃথিবীতে করোনা নামে কোনো ভাইরাস নেই’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ১৯ ২১:৫৪:৩৯
‘পৃথিবীতে করোনা নামে কোনো ভাইরাস নেই’

দেবার পায়তারা চলছে।’ করোনা বলতে নাকি পৃথিবীতে কোনো ভাইরাস নাই, সবই নাকি গুজব!!’’— সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

এই অভিনেত্রী করোনাভাইরাস সম্পর্কে স্থানীয়দের এমন মনোভাবে বিস্ময় প্রকাশ করেছেন। এই একুশ শতকে এসেও মানুষ সচেতন নন দেখে তিনি নিজেই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহকর্মীদের সকল প্রকার শুটিংয়ের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

করোনা প্রকোপের কারণে টেলিভিশন নাটকের শুটিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংগঠন। কিন্তু আগে থেকেই ঊর্মিলা শুটিংয়ের কাজে কুষ্টিয়া আছেন। শুটিং বন্ধের বিষয়টিকে স্বাগত জানিয়ে এ অভিনেত্রী স্ট্যাটাসে লিখেছেন— ‘করোনাভাইরাসের কারণে আমি আমার সমস্ত শুটিংয়ের কাজ স্থগিত করলাম।’

এমন পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কাছে সচেতনতা তৈরির জন্য যুব সমাজকে কাজ করতে হবে। সবাইকে নিজ নিজ এলাকায় সচেতনতা তৈরি করতে হবে। দেশে করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ করার আগেই মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান শ্রাবন্তী। সুত্রঃ Risingbd

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ