ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

করোনায় সরকারের পদক্ষেপ পর্যাপ্ত নয়: রিজভী

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ১৯ ২০:৩২:৫২
করোনায় সরকারের পদক্ষেপ পর্যাপ্ত নয়: রিজভী

বৃহস্পতিবার(১৯ মার্চ) দুপুরে রাজধানীর মালিবাগ মোড়ে করোনাভাইরাস বিস্তাররোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণের সময় তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘গতকাল সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন চৌধুরী কামরান লন্ডন থেকে ফিরেই আওয়ামী লীগের সভায় যোগ দিয়েছেন। তাকে তো অর্থদণ্ড দেননি। তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। তাকে তো হোম কোয়ারেনটাইনে থাকার জন্য বলেননি। বিমান থেকে নেমেই তিনি আওয়ামী লীগের সভায় অংশ নিয়েছেন। এটা একটা বেপরোয়া স্বৈরাচারী আচরণ।’

তিনি বলেন, ‘আমরা নানাভাবে দেখছি- করোনা বিস্তাররোধে সরকার তেমন কোনো ব্যবস্থা নেয়নি। এর ওপর চলছে নির্যাতন। এই মুহূর্তে মেসিব ড্রাইভ না দিলে করোনা বাংলাদেশ মহামারি আকার ধারণ করবে এবং কত মানুষ যে মারা যাবে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।’

রিজভী বলেন, ‘অনেকে বিদেশ থেকে এসেছেন। তাদেরকে বলা হচ্ছে হোম কোয়ারেনটাইনে থাকার জন্য। গ্রামে-গঞ্জে অনেকে বের হচ্ছেন। তাদের বুঝাতে হবে যে, আপনাদের বাড়িতে থাকতে হবে। আমরা দেখি সরকার সেই ব্যবস্থা না নিয়ে নির্যাতন করছে। এমনকি অর্থদণ্ড দিচ্ছে। যাদের মধ্যে উপসর্গ আছে অথবা নেই, তারা ঘুরে বেড়ালেও অর্থদণ্ড দেওয়া হচ্ছে। অর্থাৎ তেমন কোনো ব্যবস্থা না নিয়েই কেবল মানুষ ধরতে মন্ত্রতন্ত্র চালু রেখেছে সরকার।’

‘জবাবদিহি সরকারের বৈশিষ্ট্য এটা নয়। আজকে যদি গণতন্ত্র থাকতো জবাবদিহিতা থাকতো, তাহলে এই নিষ্ঠুরতা তারা করতে পারত না’— বলেন রিজভী।

তিনি বলেন, ‘এই ভাইরাস মোকাবিলায় সরকারের কোনো পদক্ষেপ নেই। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে এবং একজনের মৃত্যু হয়েছে। তারপরও সরকারের তেমন কোনো পদক্ষেপ নেই।’

এ সময় তার সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, কেন্দ্রীয় নেতা সরদার নুরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।সুত্রঃ সারাবাংলা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে