ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

নতুন ৪ জনসহ করোনায় আক্রান্ত ১৪

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ১৮ ১৬:২৫:২৫
নতুন ৪ জনসহ করোনায় আক্রান্ত ১৪

এক ব্রিফিংয়ে বুধবার (১৮ মার্চ) এ তথ্য জানান আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত নতুন চারজনের মধ্যে দুইজন ইতালি ফেরত, একজন কুয়েত ফেরত। এছাড়া একজন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।

সেব্রিনা ফ্লোরা বলেন, ‘করোনা সচেতনায় সবাই সবাই ঘরের মধ্যে নির্দিষ্ট জায়গায় থাকুন। পরিবার সদস্যদের কাছ থেকে দূরে থাকুন।’

আইইডিসিআরের পরিচালক জানান, করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এখন পরিস্থিতি লোকাল ট্রান্সমিশন পর্যায়ে রয়েছে। পারিবারিক সংক্রমণ ঘটছে।

ব্রিফিংয়ে সেব্রিনা ফ্লোরা জানান, যে ব্যক্তি মারা গেছেন তার বয়স ৭০ এর বেশি। তার ফুসফুসে শ্বাসকষ্ট সমস্যা (সিওপিডি) ছিল। এ ছাড়া কার্ডিয়াক সমস্যাও ছিল, কিডনি জটিলতাও ছিল।

ডা. সেব্রিনা আরও জানান, যিনি মারা গেছেন তিনি বিদেশ ফেরত ছিলেন না। লোকাল সংক্রমণে তিনি আক্রান্ত হয়েছিলেন।

আইইডিসিআরের ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হটলাইনে ফোন এসেছে ৪ হাজার ৮৫৭টি। এর মধ্যে কোভিড-১৯ সংক্রান্ত ফোন ৪ হাজার ৬৪২টি। নতুনভাবে ৪৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এ দিয়ে মোট ৩৪১ জনের নমুনা পরীক্ষা করা হলো।

এ ছাড়া ১৫ জন আইসোলেশনে আছেন। ৪২ জনকে রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে। সুত্রঃ সারাবাংলা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে