ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নি‌র্দেশনা অমান্য করায় বরিশালে কোচিং ম্যা‌নেজার‌ের কারাদণ্ড

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ১৮ ১৫:৩৮:৪০
নি‌র্দেশনা অমান্য করায় বরিশালে কোচিং ম্যা‌নেজার‌ের কারাদণ্ড

বুধবার (১৮ মার্চ) দুপু‌র ১টার দিকে নগরীর বগুরা রো‌ডে জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট জিয়াউর রহমা‌নের নেতৃ‌ত্বে এ অভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় রাইট একা‌ডে‌মি‌তে শিক্ষার্থী‌দের কো‌চিংরত অবস্থায় দেখ‌তে পান ভ্রাম্যমাণ আদালত। শিক্ষার্থী ও অভিভাবক‌দের সঙ্গে কথা ব‌লে আদালত জান‌তে পা‌রেন, অভিভাবক‌দের ফোন ক‌রে শিক্ষার্থী‌দের কোচিংয়ের জন্য বাসা থে‌কে ডে‌কে আনা হ‌য়।

বিষয়‌টি নি‌শ্চিত হওয়ার পর ওই কো‌চিং সেন্টা‌রের ম্যা‌নেজার ও শিক্ষক সুমন রায়‌কে গ্রেফতার ও ৫ দি‌নের কারাদণ্ড দেন ভ্রাম্যামাণ আদালত। এ ধর‌নের অ‌ভিযান অব্যাহত থাক‌বে ব‌লে জানান ব‌রিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট জিয়াউর রহমান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে