ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

করোনা ভাইরাস : আরব আমিরাতের সব মসজিদ বন্ধ ঘোষণা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ১৭ ২৩:৪২:১০
করোনা ভাইরাস : আরব আমিরাতের সব মসজিদ বন্ধ ঘোষণা

এর আগে সরকারি এক ঘোষণায় বলা হয়েছিল যে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পূর্ববর্তী সাবধানতামূলক ব্যবস্থার অংশ হিসেবে রোববার থেকে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ মুসল্লি ও দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।

ক্রমেই ছড়িয়ে পড়তে থাকা করোনাভাইরাসের বিস্তার রোধে দুবাইয়ের কর্তৃপক্ষ গ্লোবাল ভিলেজও বন্ধ ঘোষণা করে দেয়। দুবাই মিডিয়া অফিস এক টুইট বার্তায় জানায়, কভিড-19 এর কারণে দুবাইয়ের গ্লোবাল ভিলেজ এই মৌসুমের জন্য বন্ধ গ্লোবাল ঘোষণা করা হয়েছে এবং এটি পরের মৌসুমে অর্থাৎ এই বছরের শেষের দিকে খুলবে।

দুবাইয়ের গ্লোবাল ভিলেজের ২০১৯-২০২০ মৌসুম শুরুর আগেই এটি বন্ধের ঘোষণা দেয়া হলো। তারা জানায়, এখন কেবল পরবর্তী মৌসুমের অতিথিদের তারা স্বাগত জানাবে।

প্রসঙ্গত, আরব আমিরাতে এখন পর্যন্ত ৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২২ জন সুস্থ হয়েছেন, বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে