ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ১৭ ২১:০০:৪৮
পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু

এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন। ইতোমধ্যে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত দশজন রোগী শনাক্ত হয়েছে।

এদিকে, পাকিস্তানে এ পর্যন্ত ৯৫ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে দুই জন রোগমুক্ত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন।

নতুন খবর হচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানে প্রথমবারের মতো একজনের মৃ’ত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান থেকে ফেরা ওই রোগীকে অত্যন্ত সংকটজনক অবস্থায় পাকিস্তানের হায়াটাবাদ মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।

রয়টার্স আরও জানায়, কাতার প্রবাসীর ওই ব্যক্তির পরিবারের তাহিরী নামে ২৪ বছরের আরেকজনকে সন্দেহভাজন মনে হলে তাকেও এইচএমসিতে ভর্তি করা হয়েছিল। চিকিত্সকরা প্রকাশ করেছেন যে তাহির এখন স্থিতিশীল অবস্থায় আছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে