ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বাংলাদেশের ৬ষ্ঠ ক্রিকেটার হিসাবে বড় মাইলফলকের সামনে সৌম্য

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ১১ ০০:০৮:৪০
বাংলাদেশের ৬ষ্ঠ ক্রিকেটার হিসাবে বড় মাইলফলকের সামনে সৌম্য

এদিকে টি-টুয়েন্টি ম্যাচ খেলায় ফিফটি পূর্ণ করতে যাচ্ছেন সৌম্য সরকার। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি খেলতে নামলেই মাইলফলকে নাম লেখাবেন বাঁহাতি টপঅর্ডার এ ব্যাটসম্যান। তরুণ ক্রিকেটারদের মধ্যে সৌম্যই প্রথম ৫০তম টি-টুয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছেন।

পঞ্চাশের বেশি টি-টুয়েন্টি খেলা বাংলাদেশি ক্রিকেটার আছেন মাত্র পাঁচজন। মাহমুদউল্লাহ রিয়াদ (৮৬ ম্যাচ), মুশফিকুর রহিম (৮৫ ম্যাচ), সাকিব আল হাসান (৭৬ ম্যাচ), তামিম ইকবাল (৭৪ ম্যাচ) ও মাশরাফী বিন মোর্ত্তজা (৫৪ ম্যাচ) ফিফটি ক্লাবে নাম লিখিয়েছেন। পঞ্চপাণ্ডব ছাড়া কেউই আর খেলেননি পঞ্চাশ কিংবা তার বেশি টি-টুয়েন্টি।

লাল-সবুজ জার্সি গায়ে ভালোমন্দ মিলিয়ে সময় কাটিয়েছেন সৌম্য। মাঝে ঘটে ছন্দপতন। পরে ২০১৮ এশিয়া কাপ দিয়ে ফর্মে ফেরেন তিনি। ২০১৯ সালটাও ভালো কাটে তার। যদিও বিশ্বকাপে নিজের সেরাটা প্রদর্শন করতে পারেননি। তবে বিশ্বমঞ্চে নামার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো খেলেন তিনি। তাতে প্রথমবারের মতো বহুজাতিক টুর্নামেন্ট জেতে বাংলাদেশ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ