ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

মহানবীর দেশ সৌদি আরব ‘বিশ্বাসঘাতক’: এরদোগান

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ০৫ ০১:৫৮:৪১
মহানবীর দেশ সৌদি আরব ‘বিশ্বাসঘাতক’: এরদোগান

সাথে এবং আরও গুরুত্বপূর্ণভাবে সমস্ত মানবতার বিরু’দ্ধে বিশ্বাসঘা’তকতা করছে।’ এ সময় ফিলিস্তিনিদের অধি’কার আদায়ে সো’চ্চার এরদোগান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের সমালো’চনা করে বলেন, ‘বিশেষত সৌদি আরব নীরব

রয়েছে। তারা কবে নীরবতা ভ’ঙ্গ করবে? ওমান, বাহরাইন এবং আবুধাবিও একই ভূমিকা পালন করছে।’ উল্লেখ্য, লিবিয়া নিয়ে সৌদি আরবের সাথে তুরস্কের সম্পর্কের আরও অবন’তি হয়েছে।

দেশটিতে চলমান গৃহযু’দ্ধে তুরস্ক ত্রিপোলিতে জাতিসংঘ-অনুমো’দিত ও স্বীকৃত সরকারকে সমর্থন করে এবং সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত পূর্বাঞ্চলের কমান্ডা’র খলিফা হাফতারকে সমর্থন করে, যিনি লিবিয়ার তিন-চতুর্থাংশ অঞ্চল নি’য়ন্ত্র’ণ করেন। সূত্র: ডেইলি মেইল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে