ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

পেয়াঁজ রফতানির ওপর থেকে অবশেষে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত, কমছে পেঁয়াজের দাম

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ফেব্রুয়ারি ২৭ ১৪:১১:২৩
পেয়াঁজ রফতানির ওপর থেকে অবশেষে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত, কমছে পেঁয়াজের দাম

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে পাসোয়ান জানান, আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে।

এদিকে পাসোয়ান টুইট বার্তায় লিখেছেন, গেলো কয়েক সপ্তাহে বাম্পার ফলন হওয়ায় কমে এসেছে পেঁয়াজের বাজারের মূল্য।

তিনি জানান, গত বছর মার্চে দেশটিতে উৎপাদিত হয়েছিলো ২৮ দশমিক ৪ লাখ মেট্রিক টন পেঁয়াজ। চলতি বছর একইসময় উৎপাদন হবে ৪০ লাখ মেট্রিক টন। ফলন কমে যাওয়ায় গেল বছরের সেপ্টেম্বরে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল মোদি প্রশাসন।

এদিকে ভারত পেয়াঁজ রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাংলাদেশে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা রয়েছে। কারণ এখন ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পাড়বে বাংলাদেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে