ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সালমানকে যদি আমি ভালোবাসতাম, তাকে তো মরতে দিতাম না

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ফেব্রুয়ারি ২৬ ১৭:০০:২৮
সালমানকে যদি আমি ভালোবাসতাম, তাকে তো মরতে দিতাম না

পিবিআই সালমানের আত্মহত্যার ৫ টি কারণ উল্লেখ্য করেন যেখানে নায়িকা শাবনুরেরে সাথে তার অত্যাধিক সম্পর্কের কথা বলা হয়। তাকে ঘিরে এখন যে কথা উঠছে তাকে বিরক্তির কথা জানিয়েছেন শাবনূর বলেন, সালমানকে ভালোবাসলে মরতে দিতাম না।

শাবনূর বলেন, সালমানকে যদি আমি পছন্দ করতাম, ভালোবাসতাম, তাকে তো মরতে দিতাম না। তাকে বাঁচিয়ে রাখতাম। সেও নিশ্চয়ই তার পছন্দের লোকের কাছেই চলে আসত।

‘এখন শুনছি একটা কাজের লোক কোথা থেকে এসেছে। সাক্ষী দিয়েছে। এমনও শুনছি, সালমান নাকি দুই স্ত্রী নিয়ে থাকতে চেয়েছিল।’

তার বি’রুদ্ধে নানা অপবাদ দেয়া হচ্ছে জানিয়ে এই চলচ্চিত্র অভিনেত্রী জানান, আমি বলব, সালমান ও আমার যদি কোনো সম্পর্ক থাকত, তাহলে সামিরার উচিত ছিল, আমাকে বলা। সে বলতে পারত, শাবনূর তুমি এটা করছ কেন? এত বছর তো সে এ ধরনের কথা বলেনি। এখন কেন এ কথা উঠছে?

ঢালিউডের এক সময়কার সেরা নায়িকা বলেন, একসঙ্গে কাজ করেছি, দেখা-সাক্ষাৎ হয়েছে, আড্ডা হয়েছে। ঘোরাঘুরির সময় সামিরাও সঙ্গে থাকত। সালমানও সামিরাকে সব জায়গায় নিয়ে যেত। ছবিতে কাজ করতে গিয়ে দারুণ বন্ধুত্ব হয়েছে। ভাইবোনের সম্পর্ক ছিল। সালমানের মা নীলা আন্টিও সব সময় এমনটা বলতেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে