ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

মসজিদে নামাজরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ফেব্রুয়ারি ২১ ১২:৪৫:৩২
মসজিদে নামাজরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

মুসুল্লিরা আ’হত ব্যক্তির নাম রাফাত (৬৯) বলে জানিয়েছেন। তিনি লন্ডন কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হ’ত্যা’চেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

লন্ডন ফেইথ ফোরামের পরিচালক মুস্তফা ফিল্ড জানিয়েছেন, মুয়াজ্জিনের ঘাড়ের কাছে একবার ছুরি’কা’ঘাত করে ওই যুবক। সঙ্গে সঙ্গে কয়েকজন মুসল্লি নামাজ ছেড়ে হা’ম’লাকারীকে ধরে ফেলেন। ফলে গুরুতর আ’হত হওয়া থেকে বেঁচে যান ৭০ বছর বয়সী মুয়াজ্জিন।

আবি ওয়াতিক নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, হা’ম’লাকারী তার (মুয়াজ্জিন) পেছনেই ছিল। এরপর হঠাৎ ছুরি’কা’ঘাত করে। মনে হয়, সে নামাজ শুরুর জন্য অপেক্ষা করছিল। পুরোটা সময় সে (হা’ম’লাকারী) নীরব ছিল।

লন্ডন কেন্দ্রীয় মসজিদের মহাপরিচালক ড. আহমাদ আল দুবায়ান বলেন, এ ঘটনায় আমরা দুঃখিত। আশা করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র, কোনও ধরনের বি’দ্বেষ সম্পর্কিত বা অনুপ্রাণিত নয়।

এদিকে, মজজিদের ভেতর হা’মলার ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভুক্তভোগীদের জন্য সবসময় তার শুভকামনা থাকবে বলেও জানিয়েছেন তিনি।

লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, মসজিদে ছুরিহামলার জেরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এক টুইটবার্তায় তিনি বলেন, প্রত্যেক লন্ডনবাসীরই প্রার্থনাস্থলে নিরাপদবোধ করার অধিকার রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে