ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

‘তোমার ঢপে ধরা খাইসি’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ফেব্রুয়ারি ২০ ১৩:৪৭:৩৪
‘তোমার ঢপে ধরা খাইসি’

বুধবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে কবিতা লিখলেন মিথিলা। আর এই কবিতা তিনি লিখলেন স্বামী সৃজিতের জন্য। মিথিলার এই কবিতা পরে নেটিজেনদের জল্পনা-কল্পনা। কেউ কেউ সৃজিত-মিথিলার প্রেমে মাখা সংসার দেখে একেবারে আপ্লুত!

মিথিলা লিখেন,‘তোমার খেয়েছো? আমার খাইসি।তোমার নেমন্তন্নে, আমি গেসি।তোমার বাড়িকে বাসা বানাইসি…তোমার ঢপে ধরা খাইসি!’

এর আগে সৃজিতকে প্যাঁচা বলে সম্বোধন করেন মিথিলা! স্বামীকে প্যাঁচা ডেকে নিজেকে প্যাঁচার প্যাঁচানি বলে লিখেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে