ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শাকিব পুত্র জয়কে নিয়ে যে অনুরোধ করলেন অপু

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ফেব্রুয়ারি ১৬ ১৯:০১:২৩
শাকিব পুত্র জয়কে নিয়ে যে অনুরোধ করলেন অপু

বলিউডে স্টারকিডরা বেশ জনপ্রিয়। সাইফ আলি খান-কারিনা কাপুরের ছেলে তৈমুরকে নিয়ে প্রায়ই দেখা যায় ইন্ডিয়ার গণমাধ্যমগুলো নানা সময় বিভিন্ন সংবাদ প্রকাশ করে থাকে। পিছিয়ে নেই আমাদের দেশের সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাসের এক মাত্র ছেলে আব্রাম খান

জয়। নিজের একমাত্র ছেলে জয়কে অনেকেই অনেকভাবে গালাগাল করেন বলে মন্তব্য করেন ঢালিউড সিনেমার অন্যতম পরিচিত নায়িকা অপু বিশ্বাস। এ প্রসঙ্গ উল্লেখ করে জয়কে গালি না দেয়ার জন্য সবাইকে বারবার অনুরোধ জানান অপু।

সম্পর্কিত খবর মায়ের সাথে জিমে ব্যস্ত স্টারকিড জয়বধূ বেশে ছোট্ট অপুগান গাই‌লেন আব্রাম, কাঁদ‌লেন অপু বিশ্বাস (ভিডিও) অপু বলেন, জয় এখন অনেক ছোট। ছোট বাচ্চারা ফেরেশতাদের মতো। কারো সন্তানকে মায়ের সামনে যদি কেউ গালি দেয় সত্যি সেটা সেই মায়ের জন্য দুঃখজনক।

জয় আমার আর শাকিবের সন্তান। ছোট্ট একটা শিশু। ওর মানসিক বিকাশের সময় যদি কেউ গালি দেয় তাহলে সেটা সত্যিই আমার এবং আমার সন্তানের জন্য খুবই মর্মাহত বিষয়। তিনি আরও বলেন, আমার ছেলেকে দয়া করে গালি দিবেন না। আমাকে গালি দেন যত খুশি। আমি কিছু মনে করব না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে