ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

ক্ষেপণাস্ত্র হামলা, সৌদির যুদ্ধবিমান মাটিতে মিশিয়ে দিল যারা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ফেব্রুয়ারি ১৫ ১৯:০৮:১৫
ক্ষেপণাস্ত্র হামলা, সৌদির যুদ্ধবিমান মাটিতে মিশিয়ে দিল যারা

যু’দ্ধ’বিধ্ব’স্ত ই’য়েমেনের উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশে গতরাতে বিমানটি ভূপাতিত করা হয়েছে।

টেলিভিশন চ্যানেলটি ই’য়েমেনের সামরিক বা’হিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ির বরাত দিয়েও বলেছে, সৌদি আরবের ওই মাল্টিরোল যু’দ্ধ’বিমানটি ভূপাতিত করার জন্য ই’য়েমেনি সে’নারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য উন্নতমানের একটি ক্ষে’পণা’স্ত্র ব্যবহার করে।

এর আগে, ২০১৮ সালের জানুয়ারি মাসে ই’য়েমেনের ক্ষে’পণা’স্ত্র ইউনিট সৌদি আরবের একটি টর্নেডো যু’দ্ধ’বি’মান ও মা’র্কিন নির্মিত একটি এফ-১৫ যু’দ্ধ’বি’মান ভূপাতিত করেছিল। এছাড়া, ই’য়েমেনিরা এ পর্যন্ত সৌদি আরবের বহুসংখ্যক ড্রোন এবং হেলিকপ্টার ভূপাতিত করেছে।

২০১৫ সালের ২৬শে মার্চ সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ ই’য়েমেনের বি’রুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে। পরবর্তীতে ই’য়েমেনের সামরিক বাহিনী তাদের ক্ষে’পণা’স্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন উন্নত করে। এতে যু’দ্ধ-ক্ষমতার ভারসাম্য বদলে যায় এবং দিন দিন সে ভারসাম্য সৌদি আরবের বিপরীতে ঝুঁকে পড়ে।পার্সটুডে

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে