ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পপি, জেনে নিন পাত্র যিনি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ফেব্রুয়ারি ০৮ ১০:৪৭:১৭
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পপি, জেনে নিন পাত্র যিনি

সম্প্রতি, বিয়ের ঘোষণা দিয়েছেন পপি। পরিবারের পক্ষ থেকে পাত্র দেখা শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিয়ে নিয়ে গণমাধ্যমকে চিত্রনায়িকা পপি বলেন, এ বছরের শেষের দিকে বিয়ের কাজটা সেরে ফেলব, দোয়া করবেন। নতুনভাবে নিজেকে সাজাতে চাই। পাত্র এখনো ঠিক হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে যেভাবে ছেলে দেখা শুরু হয়েছে, তাতে শিগগিরই বরের নাম জানা যাবে।

এ সময় তিনি আরও বলেন, ভালো মনের একজনকে খুঁজছি। তাকে সম্পর্কের ব্যাপারে অবশ্যই সৎ থাকতে হবে। এমন ছেলে পেলেই বিয়ে করে ফেলবো।

প্রসঙ্গত, পপি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের কুলি ছায়াছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন। তিনি মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা ছায়াছবিতে অভিনয়ের করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুস্কাররে ভূষিত হয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে