ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

কারোনাভাইরাসের কারনে আলিঙ্গন করতে না পেরে মা-মেয়ের কান্না

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ফেব্রুয়ারি ০৫ ১৪:২১:১৮
কারোনাভাইরাসের কারনে আলিঙ্গন করতে না পেরে মা-মেয়ের কান্না

এক প্রান্তে দাঁড়িয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীভর্তি হাসপাতালের এক নার্স এবং অপরপ্রাপ্তে তার মেয়ে, যে কিনা বাসা থেকে নার্স মায়ের জন্য খাবার নিয়ে এসেছে। কিন্তু কিছুতেই শিশুটি মায়ের কাছাকাছি যেতে পারছে না।

ফলে দূর থেকে মাকে বিদায় দিতে হচ্ছে মেয়ের। তাই তো মায়ের কাছে যেতে পেরে কান্নায় ভেঙে পড়ে সে। এক পর্যায়ে মেয়ের কান্না দেখে ওই নার্সও চোখের পানি আটকে রাখতে পারেননি। এ সময় সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

এ সময় দু’জন দু’জনের অবস্থান থেকে আলিঙ্গনের জন্য হাত বাড়ায়। তবে অনুমতি না থাকায় কেউ কারও কাছে যেতে পারেনি। এরপর মেয়েটি তার বাসা থেকে আনা খাবার বেশ কিছু দূরে রেখে কাঁদতে কাঁদতে চলে যায়। ভিডিও পোস্ট করেছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে