ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

নিষেধাজ্ঞা উঠলেও যে কারনে গুগল ব্যবহার করবেন না হুয়াওয়ে

২০২০ ফেব্রুয়ারি ০৫ ১৪:১৭:৫৮
নিষেধাজ্ঞা উঠলেও যে কারনে গুগল ব্যবহার করবেন না হুয়াওয়ে

গুগল মোবাইল সার্ভিসেসে আর ফিরে যেতে চায় না তার মূল কারণ হলো, এমন কোনো নিশ্চয়তা নেই যে এই নিষেধা’জ্ঞা আবারও আসবে না।

গুগল মোবাইল সার্ভিসেস ব্যবহার না করা হলেও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের ব্যবহার চালিয়ে যেতে পারে এ চীনা প্রতিষ্ঠানটি।নিজস্ব ওপারেটিং সিস্টেম হারমোনিওএস নিয়েও কাজ করছে হুয়াওয়ে। আর গুগল মোবাইল সার্ভিসেসের বিকল্প হিসেবে নিজস্ব হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস বানাচ্ছে প্রতিষ্ঠানটি।

মার্কিন বাণিজ্যিক নিষেধা’জ্ঞার শর্ত অনুযায়ী হুয়াওয়ের কাছে অ্যান্ড্রয়েড লাইসেন্স বিক্রি করতে পারবে না গুগল। ফলে অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স কোড ব্যবহার করতে পারলেও প্লে স্টোর এবং গুগল অ্যাপস-এর মতো জরুরি সেবাগুলো পাওয়া যাবে না প্রতিষ্ঠানের ডিভাইসগুলোতে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে