ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় বাবাকে কবরে রেখে এসএসসি পরীক্ষা দিল ছেলে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ফেব্রুয়ারি ০৪ ১৫:০৬:৫৫
ব্রাহ্মণবাড়িয়ায় বাবাকে কবরে রেখে এসএসসি পরীক্ষা দিল ছেলে

এরপর গতকাল ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে নিহত বাবাকে কবরে রেখে সকাল ১০টায় সালিমগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে প্রথম দিনের বাংলা পরীক্ষায় অংশ নিতে আসনে আমিরুল।

জানা যায়, নিহত খোরশেদ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মোক্তারামপুর গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে আমীরুল ইসলাম এবার সলিমগঞ্জ এ আর এম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

জানা যায়, গত রবিবার ছেলে আমিরুলের এসএসসি পরীক্ষার আসন দেখতে উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে যান। কিন্তু স্কুলের ফটক বন্ধ থাকায় তিনি ফটকে থাকা তোরণের নিচে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় কয়েকজন পরীক্ষার্থী তোরণের ওপরে উঠে ভেতরে ঢোকার চেষ্টা করে। এতে তোরণের ওপরের অংশ ভেঙে নিচে দাঁড়িয়ে থাকা খোরশেদ আলমের মাথায় পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃ’ত্যু হয়।​

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে