ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

মধু দিয়ে মদ খেয়ে করোনাভাইরাস থেকে মুক্তি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ফেব্রুয়ারি ০৩ ১৫:২৯:০৩
মধু দিয়ে মদ খেয়ে করোনাভাইরাস থেকে মুক্তি

গত তিন বছর ধরে চীনে বসবাস করছিলেন ওয়েলসের নাগরিক কনার। চীনের বাচ্চাদের ইংরেজি শেখাতেন তিনি। ছয় মাস আগে করোনার উৎপত্তিস্থল উহানে যান কনার। আর ডিসেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। এ সময় তার শ্বাসকষ্টের পাশাপাশি প্রচণ্ড কাশি দেখা দেয়।

একসময় অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসকের শরণাপন্ন হন কনার। তবে চিকিৎসকের কোনো পরামর্শই গ্রহণ করেননি বলে দাবি কনারের।

তিনি দ্য সানকে বলেন, ‘শ্বাসকষ্টের জন্য ইনহেলার ব্যবহার করেছি আমি। একই সঙ্গে মধু দিয়ে হুইস্কি খেয়েছি। আসলে এটি একটি পুরনো ঘরোয়া পদ্ধতি। এটি খেলে ঠাণ্ডাজনিত অসুখ সেরে যায়। আমি এই সময়ের কোনো অ্যান্টিবায়োটিক নিইনি। এমনকি চিকিৎসকের দেয়া কোনো ওষুধই খাইনি। শুধু ইনহেলার গ্রহণ করেছি ও মধু মিশ্রিত হুইস্কি খেয়েছি। আর এখন আমি প্রাণঘাতী করোনাভাইরাস মুক্ত।’

ব্রিটিশ নাগরিকের এমন দাবির সত্যতা নিশ্চিত করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। এদিকে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের দাবি করেছে এক দল থাই চিকিৎসক।

ইনফ্লুয়েঞ্জা ও এইচআইভির অ্যান্টিভাইরাল ওষুধের একটি মিশ্রণ সেবন করিয়ে মাত্র ৪৮ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত এক চীনা নারীকে সুস্থ করে তুলেছেন বলে এএফপিকে দাবি করেছে তারা।

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছিল বেইজিংয়ের একটি হাসপাতালের ভাইরোলজিস্টরাও।

তারাও করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় এইচআইভির ওষুধ ব্যবহার করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়।

তবে তাদের এ দাবির সপক্ষে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রসঙ্গত চীনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬১ জন মারা গেছে বলে জানিয়ে বিভিন্ন আর্ন্তজাতিক গণমাধ্যম। আক্রান্ত হয়েছেন ১৭ হাজারের বেশি।

চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও এর কার্যকর প্রতিষেধক তৈরি করতে পারছেন না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে