ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

আমার প্রিয় আজহারীর বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে, দেখুন ভিডিওসহ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ফেব্রুয়ারি ০২ ১২:৫৪:৩৮
আমার প্রিয় আজহারীর বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে, দেখুন ভিডিওসহ

শনিবার আবুল কালাম আজাদ বাশারের ওয়াজ মাহফিলের ওই ভিডিওটি ইউটিউবে আপলোড করে রোজটিভি২৪। ওয়াজ মাহফিলে বক্তব্যের শুরুতে মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা নিয়ে কথা বলেন আবুল কালাম আজাদ বাশার।

সম্প্রতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ ‘জামায়াতের প্রোডাক্ট’ বলে যে মন্তব্য করেন। তিনি বলেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে অত্যন্ত সূক্ষ্মভাবে জামায়াতের প্রচারণা চালাচ্ছেন আজহারীসহ কিছু বক্তা।

বাশার বলেন, ‘আমাদের কুমিল্লার কৃতী সন্তান। বাংলাদেশের ইতিহাসে কোনো বক্তার মাহফিল শোনার জন্য এত যুবক একসঙ্গে একত্রিত হয়েছে আমার জানা নেই। এ দেশের যুবকরা সিনেমা দেখা ছেড়ে দিয়েছে। তারা ফুটবল ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে। ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র-ছাত্রী পর্যন্ত এখন আমার আজহারীর মাহফিল শোনার জন্য পাগল হয়ে গেছে।’

‘যে যুবকদের আমি পারিনি সিনেমা হল থেকে ফেরাতে, আমি পারিনি তাদের ক্রিকেট খেলার মাঠে থেকে কোরআনের তাফসির মাহফিলে আনতে। কিন্তু আমার এক ভাই, আল্লাহর এক বড় নেয়ামত উনার মাহফিলে এক হাজার, ১০ হাজার, ২০ হাজার যুবক লাখ লাখ একত্রিত হচ্ছে।’

বাশার আরও বলেন, কোরআনের কথা শুনতে যদি যুবক যায়, কোনো ছাত্র যখন টুপি মাথায় দিয়ে মাদ্রাসায় যায় আমার অন্তরে আনন্দের হিন্দোল বয়ে যায়।

‘যখন মসজিদের দিকে মুসল্লি যায়, আনন্দে আমার অন্তর লাফায়। মাহফিলে যখন যুবকরা যায়, কথা ছিল আনন্দে আমার মন লাফাবে। কিন্তু কেন যায়, আজকে আমার আজহারীর বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।

তিনি আরও বলেন, ‘হয় তো আমার এই প্রিয় ভাইটিকে এই মাঠে কথা বলতে দেবে না। আলেমরা পেছন থেকে জামা টেনে ধরে, এটা কেমন চরিত্র।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে