ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ডিএনসিসি নির্বাচনে ৪৭৫ কেন্দ্রের ভোট গননা শেষ, জেনে নিন এগিয়ে আছেন যিনি

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ফেব্রুয়ারি ০১ ২০:৫৮:৪৪
ডিএনসিসি নির্বাচনে ৪৭৫ কেন্দ্রের ভোট গননা শেষ, জেনে নিন এগিয়ে আছেন যিনি

এই ৩৪৭টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম নৌকা মার্কায় পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৭১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৬৭ ভোট। অর্থাৎ, এই ৩৪৭ কেন্দ্রে তাবিথ আউয়ালের চেয়ে ৫২ হাজার ৫৪৬ ভোট বেশি পেয়েছেন আতিকুল ইসলাম।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার পর রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. আবুল কাসেম। তিনি জানান, এই সিটিতে কোনো কেন্দ্রের ভোট স্থগিত হয়নি।

এর আগে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে ঢাকার দুই সিটিতে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হয় সব কেন্দ্রে। সকালের দিকে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি কিছুটা করে বাড়তে থাকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে