ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শেষ ঘণ্টাতেও ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ফেব্রুয়ারি ০১ ১৬:৫৫:১৯
শেষ ঘণ্টাতেও ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা

জানা গেছে, ভোটাররা কেন্দ্রের সামনে আসার পর তাদের আর ভেতরে যেতে দেয়া হচ্ছে না। অনেককেই ফিরিয়ে দেয়ার অভিযোগ রয়েছে। প্রার্থীদের পক্ষের কর্মীরা তাদের বাধা দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগের প্রেক্ষিতে ফোর্স পাঠিয়ে সমাধান করা হলেও পরে আবারও একই অবস্থার সৃষ্টি হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে মনিটরিং সেলের সমন্বয়ক মেজর রাজু বলেন, এখন পর্যন্ত ৪১ অভিযোগ এসেছে। কিছুক্ষণ আগেও অভিযোগ আসল, বিভিন্ন মাধ্যমে আমরা অভিযোগ পাচ্ছি। অভিযোগ পেলেই তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে সব ক্লিয়ার করছি। অভিযোগগুলো ঘুরে ফিরে ভোটারদের কেন্দ্রে ঢুকতে না দেয়া।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে মনিটরিং সেলের প্রধান জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, অভিযোগ আসলে কোনও ছাড় দিচ্ছি না। মনিটরিং সেল থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভোটারদের ভোট দিতে ঢুকতে বাধা দিলেই কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এবার ঢাকার দুই সিটিতে প্রথমবারের মতো ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রের ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দুই সিটিতে মোট ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে ২৬ লাখ ২০ হাজার ৪৫৯ জন নারী ভোটার।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ভোটার হচ্ছে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

আর ডিএসসিসিতে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন ভোটার রয়েছেন; যাদের মধ্যে নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন। সুত্রঃ পূর্বপশ্চিমবিডি

জাতীয় - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ