ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

ভোটকেন্দ্রে ঢুকে বিরোধীদলের এজেন্ট খুঁজলেন ইসি মাহবুব তালুকদার

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ফেব্রুয়ারি ০১ ১৪:২৫:৪৬
ভোটকেন্দ্রে ঢুকে বিরোধীদলের এজেন্ট খুঁজলেন ইসি মাহবুব তালুকদার

শনিবার তিনি স্ত্রীকে নিয়ে ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ভোট দেন। প্রায় ৪৫ মিনিট কেন্দ্রটিতে অবস্থান করে ভোটের চিত্র দেখেন মাহবুব তালুকদার।

তিনি একপর্যায়ে ৪ নম্বর বুথে ঢুকে প্রিজাইডিং অফিসার আবদুল কুদ্দুসকে পুরো কেন্দ্রে বিরোধী দলীয় মেয়র প্রার্থীর এজেন্ট আছে কিনা তা খুঁজে দেখতে বলেন। নির্বাচন কমিশনার প্রিসাইডিং অফিসারকে বলেন, পুরো কেন্দ্রে বিরোধী দলীয় মেয়র প্রার্থীর এজেন্ট আছে কি না খোঁজে দেখ।

বেশির ভাগ বুথ থেকে ঘুরে এসে তাকে জানানো হয়, বিরোধীদলের কোনো এজেন্ট নেই।

এরপর ওই কেন্দ্রে ভোট দেন মাহবুব তালুকদার। ভোট দেয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন মাহবুব তালুকদার।

বিরোধীদলীয় প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি তো কোনো এজেন্ট খুঁজে পেলাম না, তাই বের করে দেয়ার কথা আসছে কেন? আপনারা বলছেন, সকালে এজেন্ট ‌ছিল। এখন নেই। আপনারা খুঁজে বের করেন, কেন নেই?

উল্লেখ্য, এই কেন্দ্রে ৪ বুথে ১ হাজার ৮০৫ ভোটার রয়েছেন। দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২২২টি। সুত্রঃ যুগান্তর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে