ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ইসির মনিটরিং সেলে ১৫ অভিযোগ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ফেব্রুয়ারি ০১ ১৩:৪৪:২৭
ইসির মনিটরিং সেলে ১৫ অভিযোগ

অভিযোগ আসে, ভোটাররা কেন্দ্রের সামনে আসার পর তাদের আর ভেতরে যেতে দেয়া হচ্ছে না। অনেককেই ফিরিয়ে দেয়ারও অভিযোগ রয়েছে। প্রার্থীদের পক্ষের কর্মীরা তাদের বাধা দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে ফোর্স পাঠিয়ে সমাধান করা হলেও পরে আবারও একই অবস্থার সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

মনিটরিং সেলের সমন্বয়ক মেজর রাজু সাংবাদিকদের বলেন, 'বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু অভিযোগ এসেছে। অভিযোগগুলো হলো- ভোটাররা ভোটকেন্দ্রে ঢুকতে পারছে না। আমার কাছে যতগুলো ম্যাসেজ আসছে আমি সেগুলো ক্লিয়ার করছি। আমজনতাসহ বিভিন্ন মাধ্যম থেকে আমাদের কাছে অভিযোগগুলো করেছে। আমরা ফোর্স পাঠিয়ে সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এখন পর্যন্ত ১৫টি অভিযোগ এসেছে।'

মনিটরিং সেলের প্রধান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, 'আমাদের কাছে যে অভিযোগগুলো আসছে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি, এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। আমাদের কাছে বিভিন্ন মাধ্যমেই অভিযোগগুলো আসছে। ভোটারদের বাধা দেয়ার কোনো ঘটনা ঘটলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মনিটরিং সেল এ বিষয়ে সতর্ক রয়েছে।'

উল্লেখ্য, ঢাকার দুই সিটিতে (উত্তর ও দক্ষিণ) শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ চলছে। ঢাকার দুই সিটি নির্বাচনে ব্যবহার হচ্ছে ২৮ হাজার ৮৭৮টি ইভিএম। তবে এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে। সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে